Wednesday, September 21, 2011

সুখে থাকবার ভান

চাকরিও নেই, বেলা বোস-ও নেই,
তবু গেয়ে যাই গান....
অচেনা শহরে হর রোজ করি,
সুখে থাকবার ভান!

Thursday, September 15, 2011

প্রবাসে দৈবের বসে

প্রবাসে দৈবের বসে,
কাব্যি যদি না আসে,
দিই বসে গ্রে সেল-এ চাপ...
আকাশে শরত মেঘ,
পেটে তে দু' এক পেগ...
কোনো কিছু আনেনা যে ভাব!

Saturday, September 10, 2011

মনে পরে

মনে পরে আজ খুব,
ষষ্ঠীর সেই সন্ধ্যা....
পিং করেছিল সেই দিনে
আমায়, অভিনন্দা |

চোখে ছিল তার জাদু,
ঠোঁটে ছিল বিদ্যুত....
বর্তমানে শুধুই ব্যথা
বাকি সব আজ ভূত |