Monday, December 16, 2013

ভরসা

সূর্য টা কোনোদিন যায় যদি নিভে
ভরসা আমার শুধু তুমি,
তোমার দ্যুতিতে ঠিক মুক্তি পাবে
রোদ্দুর বঞ্চিত ভূমি।

Wednesday, November 13, 2013

প্রশংসা

পেয়ালা ভরা সুরার চেয়েও
নেশাতুর তোর দৃষ্টি,
উজ্জ্বল লাল ঠোঁট দু'টি দেয়
হাতছানি অনাছিস্টির।

Sunday, November 10, 2013

স্বার্থ

কখনো কবিতা লিখি হাসাতে তোমায়,
কখনো কবিতা লিখি কাঁদতে নিজে,
কবিতা কখনো নয় প্রয়োজনহীন ...
কবিতা কবির তার স্বার্থ বোঝে।

Wednesday, October 30, 2013

মিহিদানা কারখানা

পল্তার পালোয়ান, পরিমল জানা 
কুস্তির পরে তার চাই মিহিদানা।
এক মণে, দুই মণে ভরবে না মন,
অল্পেতে খুসি নয়, খিদে টা ভীষণ!
মন মত পরিমাণ না পেয়ে জানা,
মিহিদানা বানানোর খোলে কারখানা!

Tuesday, October 22, 2013

গল্প আমার

এই মেয়েটা গল্প আমার
শুনবি নাকি তুই?
কেউ শোনে না, গল্প দারুণ
মিলবে না আর দুই।
এই মেয়েটা ধৈর্য ধরে
একটি বার তো শোন,
বলতে পারি হলপ করে
ভরবেই তোর মন! 

Saturday, October 5, 2013

উদ্বেগ

অনেকদিনের জমা কবিতারা,
ভাবে শুধু কবে পাবে তোর সাড়া।
অনেকদিনের জমা ছন্দরা, 
উদ্বেগ পোষে যত মনগড়া।

Thursday, October 3, 2013

নরেন বাবু

নরেন বাবু মোড়ল হবেন
তোড়জোড় তার খুব,
রোজ সকালে গামছা পড়ে
গঙ্গে তে দেন ডুব!

নরেন বাবু বাক্যবাগীশ
বক্তৃতা দেন ফুঁসে,
পারলে দেবেন টাইট তাদের
ভক্তি যাদের ঘুষে!

নরেন বাবুর বদলে দেবার
সদর্প আশ্বাসে,
ডেমোক্রেসির আড়াল থেকে
নিন্দুকেরা হাসে!

শততুর রা রুখতে তাকে
আঁটছে নানান ফাঁদ,
ভরসা রেখে রামের উপর
নরেন নির্বিবাদ!





  

Tuesday, September 24, 2013

অন্তিম ফাঁকা বাক্স

আলু সেদ্ধ মাখো তুমি রোজ 
পটাসিয়াম সাযানাইড দিয়ে ....
কেন বার বার বিষিয়ে দাও 
আমার প্রিয় সব কিছু কে?
টেস্ট টিউব এর অ্যাসিড চলকে 
পুড়বে যেদিন তুমিও,
ঠিক পরবে টিক চিন্হ
অন্তিম ফাঁকা বাক্সে!

Wednesday, August 14, 2013

এক খানি চিঠি লিখব তোমায়

এক খানি চিঠি লিখব তোমায়
অনেক যত্নে আজ ...
ভাষা খুঁজছি, খুঁজছি বিশেষ
শব্দের কারুকাজ ।

এক খানি চিঠি লিখব তোমায়
অনেক বছর পরে,
স্নায়ু-চঞ্চল মন টা কে তাই,
বন্দী করেছি ঘরে ।

সাদা কাগজে হিজিবিজি কাটি
সকাল থেকে সাঁঝ
এক খানি চিঠি লিখব ঠিকই
অনেক যত্নে আজ!


Saturday, August 3, 2013

কমলিকা

সবুজ পাহাড়ি গালিচায় যেথা মেঘেদের পড়ে চুম্বণ ... নাম না জানা কাজলা মেয়ের শুনেছি নুপুর নিক্কণ! "কে গো তুমি মেয়ে,শীতল পাহাড়ে জাগাও রূপের শিখা?" স্মিত হাসি হেসে জবাব সে দেয়, "আমি-ই তো কমলিকা!"

Wednesday, June 26, 2013

ঝীলম

স্রোতস্বিনী তুমি,
ভেজাও আমার সত্তা ...
ঝীলম তোমার স্রোতের মুখে 
রাখলাম নিরাপত্তা! 

Saturday, June 22, 2013

পাসে থাকো

মেঘলা বিকেলে, উদাসী মন 
সন্ধান করে প্রতি টি ক্ষণ 
তোমার উপস্থিতি ... 
নাই বা রইলো রোদ্দুর সাথে,
তুমি পাসে থাকো সিক্ত পথে,
বাড়বে চলার গতি।

Thursday, May 2, 2013

পন্ডিত রবিশঙ্কর এর প্রতি


রবির কলম থেমেছে আগেই 
থামল রবির সুর,
আশা রাখি, দেবে আকাশের রবি,
অবিরত রোদ্দুর!

Wednesday, April 3, 2013

বদলা


বড়সড় কুত্তা,
মেরেছিল গোত্তা,
প্যাঁচা টার দুর্বল নাকে ...
ক্ষমতায় এসে প্যাঁচা,
কুত্তা কে দিল খোঁচা,
বদলা নিল সে এই ফাঁকে!