Wednesday, October 30, 2013

মিহিদানা কারখানা

পল্তার পালোয়ান, পরিমল জানা 
কুস্তির পরে তার চাই মিহিদানা।
এক মণে, দুই মণে ভরবে না মন,
অল্পেতে খুসি নয়, খিদে টা ভীষণ!
মন মত পরিমাণ না পেয়ে জানা,
মিহিদানা বানানোর খোলে কারখানা!

Tuesday, October 22, 2013

গল্প আমার

এই মেয়েটা গল্প আমার
শুনবি নাকি তুই?
কেউ শোনে না, গল্প দারুণ
মিলবে না আর দুই।
এই মেয়েটা ধৈর্য ধরে
একটি বার তো শোন,
বলতে পারি হলপ করে
ভরবেই তোর মন! 

Saturday, October 5, 2013

উদ্বেগ

অনেকদিনের জমা কবিতারা,
ভাবে শুধু কবে পাবে তোর সাড়া।
অনেকদিনের জমা ছন্দরা, 
উদ্বেগ পোষে যত মনগড়া।

Thursday, October 3, 2013

নরেন বাবু

নরেন বাবু মোড়ল হবেন
তোড়জোড় তার খুব,
রোজ সকালে গামছা পড়ে
গঙ্গে তে দেন ডুব!

নরেন বাবু বাক্যবাগীশ
বক্তৃতা দেন ফুঁসে,
পারলে দেবেন টাইট তাদের
ভক্তি যাদের ঘুষে!

নরেন বাবুর বদলে দেবার
সদর্প আশ্বাসে,
ডেমোক্রেসির আড়াল থেকে
নিন্দুকেরা হাসে!

শততুর রা রুখতে তাকে
আঁটছে নানান ফাঁদ,
ভরসা রেখে রামের উপর
নরেন নির্বিবাদ!