এইভাবেই শত শত বার
খুন হচ্ছে প্রেম....
আর প্রাণপণে আমি ভাবি,
যদি হয় এটা দুঃস্বপ্ন...
অথবা ভিডিও গেম!
Wednesday, February 22, 2012
Saturday, February 18, 2012
তারা ধরবার রোগ
আলো ঝলমলে শহরের পথে,
হেঁটে চলেছি রাতের সাথে....
মাটির সঙ্গে নেই যোগাযোগ,
তারা ধরবার চেপেছে যে রোগ!
হেঁটে চলেছি রাতের সাথে....
মাটির সঙ্গে নেই যোগাযোগ,
তারা ধরবার চেপেছে যে রোগ!
Saturday, February 4, 2012
এখনো লেগে আছ তুমি
এখনো লেগে আছ তুমি....
আমার হৃদয়ের বেয়ারা অলি-গলি তে,
পাঁঠার হাড়ের ফাঁকে ফাঁকে
না খেতে পারা মাংসের মত |
ক্ষরণ হচ্ছে হরমন,
শুনছি আর.ডি. বর্মন|
আমার হৃদয়ের বেয়ারা অলি-গলি তে,
পাঁঠার হাড়ের ফাঁকে ফাঁকে
না খেতে পারা মাংসের মত |
ক্ষরণ হচ্ছে হরমন,
শুনছি আর.ডি. বর্মন|
ইন্টার্ভিউ সোমবার
লড়ে যাচ্ছি ভিড়ের মাঝে
নই কো পাত্র দমবার,
চাকরি টা বস পেতেই হবে
ইন্টার্ভিউ সোমবার |
বেলা বয়ে যায়, সি প্লাস প্লাস টা
এখনো হয়নি রপ্ত,
টেনশন হয়, কোম্পানি ভাবে,
প্রতিভা আমার সুপ্ত |
তার বেসিস-এ চাকরি টা যদি
লাগিয়ে ফেলি ফ্লুকে,
কে জানে হয়ত বেলা বোস এসে
জড়িয়ে ধরবে বুকে!
নই কো পাত্র দমবার,
চাকরি টা বস পেতেই হবে
ইন্টার্ভিউ সোমবার |
বেলা বয়ে যায়, সি প্লাস প্লাস টা
এখনো হয়নি রপ্ত,
টেনশন হয়, কোম্পানি ভাবে,
প্রতিভা আমার সুপ্ত |
তার বেসিস-এ চাকরি টা যদি
লাগিয়ে ফেলি ফ্লুকে,
কে জানে হয়ত বেলা বোস এসে
জড়িয়ে ধরবে বুকে!
Subscribe to:
Posts (Atom)