Thursday, April 28, 2011

দেখা দাওনি একবারও

দেখা দাওনি একবারও,
তবু বসে গেছ মনে |
আজও এসে তুমি দাঁত ক্যালাও
মম ফ্যান্টাসি বনে!

দেখা দাওনি একবারও,
কথা বলেছ ফোনে|
আশা রাখি আমি এখনো প্রিয়ে
তুমি হবে মোর কনে!

Monday, April 25, 2011

একটি কাব্যি লিখবো ভেবে...

একটি কাব্যি লিখবো ভেবে
চুল্কেছিলুম মাথা,
খুশকি যত পড়ল ঝরে
নোংরা হলো খাতা|

একটি কাব্যি লিখবো ভেবে
চিবিয়ে ছিলুম কলম,
ব্যারাম হলো, মুক্তি দিলো
অনুলোম ও বিলোম!

একটি কাব্যি লিখবো ভেবে
পান করেছি সুরা,
বুঝি নাই, তুই না থাকলে,
কাব্যি লেখাই পীড়া!

Thursday, April 21, 2011

পাগলু

হরমোন জাত জটিল পিয়াসে,
কানু কে জড়ায়ে রাধা অনায়াসে,
কহিল, "পাগলু,
চল না ইগলু
ঠান্ডায় করি প্রেম আয়েশে!"

জে. লো.

স্বপ্নে আইল নাচতে নাচতে
লাস্যময়ী জে. লো.,
হৃদয় আমার ডিগবাজি খায়
হই আমি এলোমেলো !
বাড়িয়ে দিয়ে মদের গেলাস
জে. লো. কয়, "সোনা, পী লো "...
এমন সময় ঘুম ভাঙ্গালো,
চিমটি কেটে ভুলো!!

Friday, April 15, 2011

মৃদুলের মুক্তি

কতিপয় কতবেল কিলিমানজারো তে
খেয়ে এসে মুলো রায় হেগে দিলো ভারতে
গন্ধে বিপুল,
ভাড়াটে মৃদুল,
প্রাণ হাতে পাড়ি দিলো উত্তর মেরু তে!

Thursday, April 14, 2011

বোঁদে-র বিকল্প

যত ভাবি বোঁদে খাব হাতে ধ'রে বাটি
দুশমন জমানা করে পোঁদে কাঠি!
বোঁদে খাওয়া আপাতত রেখে মুলতুবি
টিভি খুলে এনজয় করি নীল ছবি |
নীল ছবি জুড়ে শুধু নীলিমার বুক
হরমোনে ঝড় তোলে, দেয় বড় সুখ!

Friday, April 8, 2011

লোকপাল

দুরমুশ করে দাও দুর্নীতিওয়ালা কে |
হাতে হাত মিলিয়ে বোকা, ও চালাকে |
চুরি যারা করে মাল,
নিয়ে এসে লোকপাল,
ধরে ধরে মারো কিল সব বদ ব্যাটাকে!

Thursday, April 7, 2011

ভ্রষ্ট

নগ্ন হবার প্রতিশ্রুতি রাখলে না,
ফালতু আওয়াজ তুললে তুমি বাজারে|
ভ্রষ্ট দেশে ঠগ বাছতে এমন অনেক,
অনশনে আজ বসেছেন ওই হাজারে!

মাখামাখি

সরীসৃপ এর ঠান্ডা রক্তে,
গরম ওয়ান্তন সুপ মিশে যায় অবলীলায়|
শুরু হয় শ্রেণী-সংগ্রাম...
চরম উথাল-পাথাল, ঘূর্ণি ঝড় এবং সুনামি হতে
উঠে আসে নির্বসনা পুনম পান্ডে!

তোকে আমি আজ কামড়াবই

তোকে আমি আজ কামড়াবই
দেখি কি ভাবে আটকাস!
কতদিন কষে কামড়াই নি,
পেরিয়ে গেছে আট মাস|
হতে পারি আমি বদ্ধ পাগল
তাতে তোর কিবা আসে যায়?
খামোখা আমাকে কাঠি করলি...
আয় তোকে ধরে কামড়াই!

Monday, April 4, 2011

দিনমণি দাম

দমদার দিলওয়ালা দিনমণি দাম
ব্যথা ভরা টাকে মাখে বিজাতীয় বাম
ব্যথা তার গেল ঠিকই
বাম মেখে হলো টিকি
দিনমণি বড় সুখে খেলো কালো জাম!

ভূগোলের এক্জাম

ভূগোলের এক্জাম, ধাঁধা লাগে ম্যাপ
রাত জেগে পটা পাল, গিলছে ডিক্যাফ!
সারা রাত গেল কাটি
প্রস্তুতি হলো খাঁটি
পরিক্ষা হল-এ গিয়ে, পটা দিল ন্যাপ!!