Thursday, January 27, 2011

রুদ্র সেন এর ডায়েরি

রুদ্র সেন জেগে আছে আজ,
লিখছে এখনো ডায়েরি...
অনেক চেষ্টা, হিজিবিজি কাটা
আসছে না সেই শায়েরী!
ইচ্ছা আজকে লিখবে সে এক
ভয়ানক ভালো গজল,
ফিকে হয়ে যাওয়া অনুভূতি গুলি
বিদ্রোহ করে প্রবল!
দেয়াল এর ওই মাকড়সা টা
বিস্তার করে জাল
রুদ্র করছে চেষ্টা এখনো..
ভাবনায় বেসামাল!
চেষ্টা করো, চেষ্টা করো,
চেষ্টা ছেড়ো না তুমি ,
কাব্য লেখো তাদের জন্য
যারা হারিয়েছে জমি!

1 comment:

  1. asadharon ........... "hei samlo dhan ho kastete dao shan ho jan kubul ar man kubul ar debo na ar debo na rokte bona dhan moder pran ho"

    ReplyDelete