কোনঠাসা হয়ে পড়েছিলাম একা...
অবহেলায়, দিশাহিনতায় |
বছর শেষের সেই সন্ধ্যায়,
তোমার উষ্ণ ছোয়ায়,
তোমার নেশাতুর ঠোঁটের স্পর্শে,
আমি করলাম উল্লাস বিকিরণ!
তোমার হারিয়ে যাবার ইচ্ছেতেই
আমি খুঁজে পাই আমার মুক্তি|
যখনি লাগবে একা,
অনেক চেষ্টা করেও
যখন কাঁদতে ব্যর্থ হবে....
আমায় খুঁজো|
--ইতি তোমার সুরা-পাত্র|
No comments:
Post a Comment