Monday, January 17, 2011

ফিরে আয়

কোনোদিন তুই মন বদলে আসিস ঘুমোতে যদি
রোজ রাতে আমি পরিপাটি করে গুছিয়ে রাখি গদি
মিস করি তোকে ফাঁকা বিছানায়
ফাঁকা স্বপ্নে বেঁচে থাকা দায়
ফিরে আয় ওরে শুকনো জীবনে, আমার হারানো নদী!

No comments:

Post a Comment