Thursday, January 6, 2011

সহ্য হয় না এই পরাজয়

তোমাকে পড়তে ব্যর্থ আমি
সহ্য হয় না এই পরাজয়...
ওরা সবাই পেরেছে,
আমিই শুধু ব্যতিক্রম!
ইচ্ছে করে তোমায় পঙ্গু করে দি,
ইচ্ছে করে কেড়ে নি তোমার ওই শরীর থেকে
সমস্ত দীপ্তি ;
যা ছড়িয়ে সকল কে অন্ধ কর তুমি!
ইচ্ছে করে উপড়ে নি ওই সম্মোহিনী চোখ,
যা হয়ে উঠেছে কিছু অসাধারণ কবিতার
অপচয়ের কারণ...
তুমিও পঙ্গু শারীরিক ভাবে,
আমিও পঙ্গু মানসিক ভাবে|
প্রতিবন্ধীর সিট-এ বসব একসঙ্গে|
সেটাই বরং ভালো,
সহ্য হয় না এই পরাজয়!!

No comments:

Post a Comment