Saturday, January 8, 2011

মেটে চচ্চড়ি

মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি
তুমি কেন এত ঝাল?
চাখতে গিয়ে তোমায়
আমার পুড়ল জিভের ছাল!
মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি
তুমি যেন হার্মাদ
তোমায় গিলে অশান্ত পেট
দিন রাত হয় পাদ!
মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি
তুমি না ভীষণ বাজে
তোমার জন্য লক্ষ্য-ভ্রষ্ট
হই আমি মাঝে মাঝে!!

2 comments:

  1. মেটে চচ্চড়ি'র রেসিপি খুঁজতে গিয়ে এইটা বেরিয়ে পড়ল!

    ReplyDelete
  2. recipe pelen sesh mesh? ei mete chochhori kemon laglo seta janalen na je....

    ReplyDelete