মেনে নিচ্ছি আমি বিস্বাদ আলুভাতে
কিন্তু তুমি তো তুরস্কের তামাটে তেঁতুল...
অহেতুক সামলে না রেখে নিজেকে,
দাও না ঢেলে সমস্ত অম্লতা!
হয়না? হয়না এমন সমঝোতা?
মেনে নিচ্ছি আমি ন্যালা খেপা,
আমি আতা ক্যালানে...
কিন্তু ভালবাসতে আমিও জানি |
দেখো না চেখে মামনি,
আনাড়ি অনুরাগের ছোঁয়া|
No comments:
Post a Comment