Thursday, October 3, 2013

নরেন বাবু

নরেন বাবু মোড়ল হবেন
তোড়জোড় তার খুব,
রোজ সকালে গামছা পড়ে
গঙ্গে তে দেন ডুব!

নরেন বাবু বাক্যবাগীশ
বক্তৃতা দেন ফুঁসে,
পারলে দেবেন টাইট তাদের
ভক্তি যাদের ঘুষে!

নরেন বাবুর বদলে দেবার
সদর্প আশ্বাসে,
ডেমোক্রেসির আড়াল থেকে
নিন্দুকেরা হাসে!

শততুর রা রুখতে তাকে
আঁটছে নানান ফাঁদ,
ভরসা রেখে রামের উপর
নরেন নির্বিবাদ!





  

No comments:

Post a Comment