এই মেয়েটা গল্প আমার
শুনবি নাকি তুই?
কেউ শোনে না, গল্প দারুণ
মিলবে না আর দুই।
এই মেয়েটা ধৈর্য ধরে
একটি বার তো শোন,
বলতে পারি হলপ করে
ভরবেই তোর মন!
শুনবি নাকি তুই?
কেউ শোনে না, গল্প দারুণ
মিলবে না আর দুই।
এই মেয়েটা ধৈর্য ধরে
একটি বার তো শোন,
বলতে পারি হলপ করে
ভরবেই তোর মন!
No comments:
Post a Comment