সকাল বেলা শক্তিগড় এর শক্তিপদ চাকি
ছেলের কাছে প্রশ্ন রাখেন, "ফেসবুক টা কি?"
কইলো ছেলে কম্বুকন্ঠে, "শোনো হে পিতৃদেব....
ফেসবুক এক অদ্ভূত মায়া ইনসাইড দা ওয়েব!
একই সঙ্গে মাফিয়া হবে, অথবা বিলিতি শেফ
নয়তো তুমি ফার্ম্ভিল-এ তে চাষী হয়ে যাও স্রেফ!
কিসুই যদি না করো তবে এমনি এমনি বসে
জগত জোড়া স্ট্যাটাস মেসেজ লাইক কর হেসে!"
শুনে তা শক্তি ঘোষণা করলে বাজখাই গলা ছেড়ে,
"আমার একটা ফেসবুক ভাই এই বেলা খুলে দে রে!!"
KHubb khuub bhalo!!!
ReplyDelete