Saturday, December 8, 2012

রাত্রি

রাত্রি তুমি রূপ বদলাও,
প্রতি সপ্তাহ শেষে।
রাত্রি আমার ভালবাসা তবু 
রয়ে যাবে একপেশে ...
রাত্রি তুমি আলো-আঁধারি 
রাত্রি তুমি গোপন,
রাত্রি তোমার মধুর সুরে 
প্রেম হয়েছে রোপণ।
রাত্রি তুমি বলছ আমায়,
বদলে গেছি আমি?
রাত্রি তোমায় ধরব বলে 
হয়েছি অস্তগামী! 

No comments:

Post a Comment