Friday, May 27, 2011

বউ পালালো বিমান ঘোষের

বউ পালালো বিমান ঘোষের
বিয়ের পরেই সদ্য,
নতুন বউকে পটাতে বিমান
লিখতে বসেছে পদ্য!
পদ্যে লিখলো জটিল ভাষায়,
"তুমিই আমার জান"
বুঝলো না তার বউটি কিসুই,
সব-ই গেল ট্যান!
ফিরলো না আর প্রথম পক্ষ,
তবুও বিমান কবি,
আধুনিক সব কাব্যি পড়ে
পটল শেষে ববি!

Friday, May 20, 2011

কবিতার নেপথ্যে

কবিতার নেপথ্যে,
ছিল তোমার গরম নিশ্বাস...
সোনালী চুল,
সবুজ চোখ,
বেগুনি সাড়ি,
গোলাপী নেল-পালিশ,
ডোরা কাটা বালিশ,
তোমার সব কিছু|
ইদানিং...
অসঝ্য ওই না-কবিতা রা,
নিয়েছে আমার পিছু!

Wednesday, May 18, 2011

পরে রইলো আখরোট

নাগাসাকি ককটেল-এ
ভেজালো সে ঠোঁঠ...
ঝিকিমিকি আর্দ্রতায়,
পাথর হয়ে গেলাম |
পরে রইলো আখরোট, ঘাম-এ ভেজা টিসু,
আর অঙ্কুরিত দুঃসাহস !

Tuesday, May 17, 2011

নিশ্চিন্তি

বৃহন্নলার পাকানো বেণি তে,
বসতি গেড়েছে উকুন...
নিরবে হচ্ছে নগর-পত্তন|
বৃহন্নলা গায়,
নিশ্চিন্তে কেত্তন|

অনু-সন্ধান

অদৃশ্য অনুর সন্ধানে
শৈবাল সাগরে ডুব দিয়েছে
খ্যাঁক-শেয়াল|
লাল লাল জল,
সাদা সাদা বালি,
ওসামার চুল,
পলিথিন এর টুকরো,
পেনসিল ছোলা,
সব রয়েছে....
শুধু অনু নেই!

Monday, May 16, 2011

কনসাল্ট ফি

মেথর বলছে, "পারবো না বাবু করতে আজকে সাফ,
আপনার ওই কমোড-প্রাচীরে দাগ যে ভীষণ টাফ!"
গম্ভীর সেই সমস্যা টির হাল করলেন বাবু,
মেথর কে দেন এক বালতি কোক ও কিছু লেবু!
অনেক ঘষে কমোড হলো দাগ-হীন ঝকঝকে,
বাবু চাইলেন কনসাল্ট ফি, মেথর কে কাছে ডেকে |

Wednesday, May 11, 2011

ইমোশনাল ফ্যান



ইমোশনাল ফ্যান রে ওরে,
তুই এটা কি করলি?
খেলার মাঠে সটান গিয়ে,
দাদার পায়ে পড়লি!
বেশ করেছিস, এটাও একটা
নজর কাড়ার রাস্তা...
দাদা কাড়ছে নজর, খেলে
তোদের পথ টা সস্তা..

Wednesday, May 4, 2011

হাহাকার

অনেক চেষ্টা করেও হয় না,
এমন কাব্য লেখা....
পড়ে যা পাঠক বলবে আমাকে
আঁতেল অথবা ন্যাকা |

অনেক চেষ্টা করেও হয় না
এমন কবিতা সৃষ্টি
পড়ে যা বলবে বিদগ্ধ জন
আমার উচ্চ কৃষ্টি |

অনেক চেষ্টা করেও পারিনা
সৃষ্টি করতে ছন্দ,
শুনে যা, বলবে বোদ্ধা যত
"লেখ না মোটেই মন্দ!"