আমার মধ্যে আর কোনো,
কবিতা বেঁচে নেই...
যার জন্য কাব্যের শুরু,
(তাকে) খুন করেছে সেই |
আমার মধ্যে আর কোনো,
ভালবাসা বাকি নেই,
শুষে নিয়েছে ধমনী থেকে,
ভালবাসা সব সেই!
Tuesday, June 28, 2011
Saturday, June 18, 2011
সাবধানের মার নাই
সুতানুটি শহরের শশীলাল পাত্র
এক বাটি জল দিয়ে ভেজাতেন গাত্র|
প্রতিবেশী শ্যামলাল রাখলেন প্রশ্ন,
"অতটুকু জল কেন? আবহাওয়া যে উষ্ণ!"
শশী বলে, "জল যদি ঢালো গায়ে এনতার
সোনার চেয়ে বেশি হবে একদিন দাম তার!
তাই আমি আগে থেকে বাঁচাচ্ছি জল ভাই
সাবধান হলে বাপু কখনো যে মার নাই!"
এক বাটি জল দিয়ে ভেজাতেন গাত্র|
প্রতিবেশী শ্যামলাল রাখলেন প্রশ্ন,
"অতটুকু জল কেন? আবহাওয়া যে উষ্ণ!"
শশী বলে, "জল যদি ঢালো গায়ে এনতার
সোনার চেয়ে বেশি হবে একদিন দাম তার!
তাই আমি আগে থেকে বাঁচাচ্ছি জল ভাই
সাবধান হলে বাপু কখনো যে মার নাই!"
Tuesday, June 14, 2011
কবিতা
বদ্ধ ঘরে ছটফট করি..
আমি আর ও |
আমি তো তবু সয়ে নেবো
এই অন্ধকার, এই বন্দী দশা...
ওকে মুক্তি দাও, ওকে পৌঁছে দাও
ওর অজস্র চাহ্নেওয়ালাদের কাছে |
পাখনা মেলুক ও,
আমার না বলা কথা গুলো কে সাথে নিয়ে |
আমি আর ও |
আমি তো তবু সয়ে নেবো
এই অন্ধকার, এই বন্দী দশা...
ওকে মুক্তি দাও, ওকে পৌঁছে দাও
ওর অজস্র চাহ্নেওয়ালাদের কাছে |
পাখনা মেলুক ও,
আমার না বলা কথা গুলো কে সাথে নিয়ে |
Thursday, June 2, 2011
বেশ করেছি বিয়েবাড়ি যাইনি
বেশ করেছি বিয়েবাড়ি যাইনি,
গিয়ে কি হবে?
বিরিয়ানি তো অনেক পাবো,
তোমাকে কি আর পাবো?
গায়ে চড়িয়ে রঙিন সাজ,
অন্য লোকের হয়েছো আজ|
আই. টি. -র ওই লোকটার সাথে,
চলে যাবে তুমি অনেক দূর...
কোনো মানে নেই আমার কাছে,
কচুড়ি তে আজ কিসের পুর |
ইচ্ছে করেই তাই বিয়েবাড়ি যাইনি!
গিয়ে কি হবে?
বিরিয়ানি তো অনেক পাবো,
তোমাকে কি আর পাবো?
গায়ে চড়িয়ে রঙিন সাজ,
অন্য লোকের হয়েছো আজ|
আই. টি. -র ওই লোকটার সাথে,
চলে যাবে তুমি অনেক দূর...
কোনো মানে নেই আমার কাছে,
কচুড়ি তে আজ কিসের পুর |
ইচ্ছে করেই তাই বিয়েবাড়ি যাইনি!
Subscribe to:
Posts (Atom)