Thursday, August 25, 2011

ভূমি কম্প

ভাত ঘুম দেন বসে
অফিসেতে হরি দে |
হাওয়া দেয় এ. সি. টা
বাড়ন্ত পারদে |
উঠলো হঠাত কেঁপে
চারিদিক সজোরে!
হরি ভাবে স্বপ্ন তা,
ঘুম চলে বেঘোরে |
অফিসের লোক করে
লম্ফ ও ঝম্প,
হরি বোঝে, স্বপ্ন না
ওটা ভূমি কম্প!

Monday, August 22, 2011

ডেটিং

চোখের কাজল তোর নিয়ে গেল দিল
পানসে লাগে যে তাই টমাটো বেসিল...
দুরু দুরু বুকে,
বললাম তোকে ,
আমি-ই দেব যে পুরো ডিনার-এর বিল!

Thursday, August 11, 2011

মিত্রবাবু

মিত্রবাবু চিত্র আঁকেন সুররিয়াল এর ছকে
গুস্করা তে মদনা নামে চেনেন তাঁকে লোকে
শুঁড়হীন এক অদ্ভুত হাতি
এঁকে মিত্র পেলেন খ্যাতি,
কনগ্রাচুলেট করতে সবাই মিত্রবাড়ি ঢোকে!

Friday, August 5, 2011

অপেক্ষা

একটি বিশেষ জিত এর জন্য,
হারছি আমি বার বার|
একটি বিশেষ সৃষ্টি করতে,
করছি সবই ছারখার...