Saturday, October 29, 2011

"পোক"

ওপাড়ার ভেবলু ধরলো কি ঝোঁক,
প্রতিবেশী আন্টি কে করবে সে "পোক"!
শুনে তার বাবা এসে খুলে দিল তাকে,
এক খানি একাউন্ট সোজা ফেসবুকে |

Tuesday, October 25, 2011

নিহারিকা

সোজা নয় যাকে নিয়ে কাব্য লেখা
তুমি সেই নিহারিকা|
হাসি যার সহজে যায়না আঁকা
তুমি সেই নিহারিকা|
তুমি শালা অসাম, তুমি বস "সি. কে."
জীবনের সব রং তুমি ছাড়া ফিকে!

Wednesday, October 12, 2011

ক্যারাম বোর্ড

ক্যারাম বোর্ড এর লাল ঘুটি টা
যদি হত তোমার ঠোঁট,
বিপ্লব এর জন্য হতাম না
কিছুতেই একজোট|
সন্ধি করে নিতাম
বর্ণবিদ্বেষী দের সাথে....
শেষ হত সাদা ও কালো রা !

Monday, October 10, 2011

নেপথ্যের ওই দুখ

চেষ্টা করি আঁকতে ছবিতে,
তোমার রঙিন মুখ....
ব্যর্থ হচ্ছি তুলতে ফুটিয়ে
নেপথ্যের ওই দুখ!

জগজিত সিংহ এর প্রতি

মন-বন্দী ভীরু প্রেমগুলো
যখন জমত ভারে,
মন খারাপ এর রাত গুলো তে
কেঁদেছি তোমার সুরে.....

গজল-বাউল ভালো থেকো তুমি
আকাশপারের ঘরে |

Sunday, October 9, 2011

অঙ্কুরিত প্রেম

কিছু প্রশ্নের উত্তর খোঁজা বৃথা
কিছু মুহূর্ত অর্থহীন-ই থাক...
দিবা-স্বপ্নের মায়াবী চন্দ্রাতপে,
অঙ্কুরিত প্রেম খাক ঘুরপাক |

Tuesday, October 4, 2011

পুজো

আমার পুজো প্রতি টি ক্ষণে
প্রতিদিন তোকে খুঁজি...
মনের কনে সর্বদা তুই,
প্রতিদিন তোকে পুজি |