Saturday, November 5, 2011

বগল

দেখেছি জবে তোমারি বগল
মন মানে না কোনই আগল
স্প্যাঘেটি স্ট্র্যাপ-এ দাড়ালে এসে
বগল তুলে বললে হেসে
"হাই হাউ আর ইউ...."
সব ছন্দ সেখানেই কেটে গেল...

Friday, November 4, 2011

স্বপ্নের সিঁড়ি বেয়ে...

স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে চাঁদ
আলতো করে সে ছাড়ে সুগন্ধি পাদ
আমি বলি, "কে গো তুমি ছাড়লে যে বায়ু?
শুঁকে মোর অশান্ত হয়ে ওঠে স্নায়ু..."
চাঁদ কয়, "আমি তোর হারানো সে সুর,
ঠোঁট থেকে যার তুই চেটেছিলি গুড় |"

পাস-ফেল উঠে গেছে

দে-পাড়ার পিন্টুর একটাই আশ
ফিরে যাবে সেভেন-এ, করবে সে পাস!
সময়টা ছিল, দু হাজার সাত,
দুই চার বিষয়ে হয়েছিল কাত!
নতুন নিয়ম আজ, নাইকো ফাইট
পাস-ফেল উঠে গেছে আপ টু এইট!