স্পর্ধা
"... বেকার সবই তা ..."
Monday, August 27, 2012
বৃথা আশা
অভ্যাস তুই অন্য কারো,
আমার নতুন নেশা....
অন্য কে দিস আলোর হদিস
আমায় বৃথাই আশা!
Thursday, August 23, 2012
নোঙ্গরে কামড়
হাবুদের জাহাজের চকচকে নোঙ্গরে,
কামড়টি
বসালো পাগল এক হাঙ্গরে |
নোঙ্গরের শোকে হাবু কান্নায় ব্যস্ত,
বাবা কয়,"তবু ভালো জাহাজটি আস্ত!"
বিশুদ্ধ carb
সদাশিব আমরে,
এই খেলো কামড়ে,
এক কাঁদি কলা বহু সুখে |
বিশুদ্ধ carb-এ,
energy বাড়বে,
দাঁড়াবে যুদ্ধে সদা রুখে!
Tuesday, August 7, 2012
ধন্য
হেসেছি তোমার জন্য
কেঁদেছি তোমার জন্য
জানি না আজকে আমি না তুমি,
কে বেশি হয়েছে ধন্য?
Monday, August 6, 2012
ঢেউ
জানি তোর কান্না-হাসির হিসেব রাখে
অন্য কেউ,
জানি তোর ভীষণ ভাবে খেয়াল রাখে
অন্য কেউ...
তবুও মানে না মন,
নীতিগত স্বশাসন...
নির্মূল করে বিবেক কে এসে অবুঝ
প্রেমের ঢেউ!
Thursday, August 2, 2012
গড্ডলিকা প্রবাহে
গড্ডলিকা
প্রবাহে ভেসে গিয়ে
উড়ে ছিলাম আকাশে,
আজব সম্মোহনে এখনো ভাসছি
অবজ্ঞা করে হাতছানি তোমার....
এর চেয়ে হিমালয়-ই বোধ হয়
বেশি শান্তি দিত |
বিদায়
সাবমেরিনে সুতপা,
গন্তব্য পাতাল |
কাজ নয় তার গুড-বায় শোনা
আমি যে আজকে মাতাল...
কি এসে যায়?
সকালের টোস্ট
মাখন ছাড়াই হবে,
সন্ধেগুলো শান্তি তে যাব
মোহন দাস এর পাব-এ!
স্পর্ধা
দেখিয়েছিলাম স্পর্ধা,
তোমায় সরাতে দুরে...
কাজল-কালো চাহনি তে তাই,
হৃদয় গেল পুড়ে!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)