স্পর্ধা
"... বেকার সবই তা ..."
Tuesday, September 25, 2012
গন্ডি
চারপাশে কাটি গন্ডি যত্নে...
তবু মাঝে মাঝে বেয়াড়া সূর্য,
ছায়া ফেলে তোর লম্বা!
Sunday, September 23, 2012
কর্কট
টেনে নেব তোমাকে এমনি ভাবে
সিগারের ধোঁয়ার মত,
যত খুশি বিষ ছড়াও আমার ফুসফুসে...
সমস্ত ধমনী তে,
শিরায় শিরায় যেভাবে ছড়িয়ে পড়েছে
তোমার কাজল...আর কোনো রোগ কে
পাই না আমি ভয়!
Wednesday, September 19, 2012
শাস্তি
এক এক করে সবই যাবে...
প্রথমে হৃত্পিণ্ড,
তারপর মেরুদন্ড,
এরপর পালা মস্তিষ্কের...
কঠিন শাস্তি এমনই,
একতরফা ইশ্ক-এর!
Monday, September 17, 2012
আর্ম স্ট্রং
হারিয়ে গেল চাঁদ
কেড়ে নিয়ে সব রং,
শক্ত করে ধরব আবার..
বানাচ্ছি আর্ম স্ট্রং!
Sunday, September 9, 2012
আর এক খানি আকাশ আছে
আর এক খানি আকাশ আছে..
বিস্তৃত আরও, আরও রঙিন,
হয়ত আর এক সূর্য সেখানে
রোদ্দুরে করে রাত কে দিন...
ঠিকানার খোঁজ সেই আকাশের
করে যায় মন অন্তহীন!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)