যার ঘর এটা, লজ্জায় তার
মাথা হয়ে যাবে হেঁট,
চাড্ডি ঝোলে টেবিল ফ্যানে
চেয়ারে পাজামা সেট!
রেনকোট টি সোফার উপর
স্থিতি-জাড্যয় স্থির
কলঙ্কিত কাপ-ডিশ যত
মেঝেতে করেছে ভিড় !
দরজায় ঝোলে প্যান্টুল গুলি
বেশি ভাগ সব বাসি,
ভেজা গামছায় ঢাকা পরেছে
জানলার পাসে এ. সি !
বিছানায় শুয়ে টিকটিকি এক
হরিহর তার নাম,
প্রাণ-কাঁপানো মোজার গন্ধে
অবদান রাখে ঘাম!
যার ঘর এটা, জানাচ্ছি তাকে
শত সহস্র ধিক!
কি বলো হে?! তোমারি ঘর?
অনুমাণ টা ঠিক!