Wednesday, June 26, 2013

ঝীলম

স্রোতস্বিনী তুমি,
ভেজাও আমার সত্তা ...
ঝীলম তোমার স্রোতের মুখে 
রাখলাম নিরাপত্তা! 

Saturday, June 22, 2013

পাসে থাকো

মেঘলা বিকেলে, উদাসী মন 
সন্ধান করে প্রতি টি ক্ষণ 
তোমার উপস্থিতি ... 
নাই বা রইলো রোদ্দুর সাথে,
তুমি পাসে থাকো সিক্ত পথে,
বাড়বে চলার গতি।