Wednesday, November 13, 2013

প্রশংসা

পেয়ালা ভরা সুরার চেয়েও
নেশাতুর তোর দৃষ্টি,
উজ্জ্বল লাল ঠোঁট দু'টি দেয়
হাতছানি অনাছিস্টির।

Sunday, November 10, 2013

স্বার্থ

কখনো কবিতা লিখি হাসাতে তোমায়,
কখনো কবিতা লিখি কাঁদতে নিজে,
কবিতা কখনো নয় প্রয়োজনহীন ...
কবিতা কবির তার স্বার্থ বোঝে।