Wednesday, December 3, 2014

প্রেয়সী

প্রেয়সী তোমায় নিয়ে লিখছি আবার,
এক খানি কবিতা মধুর।
তোমার চোখের ভাষা শব্দ জোগায়
যেন কোনো উত্স জাদুর!

প্রেয়সী তোমায় আমি কি বলে বোঝাই
কতখানি মূল্য তোমার,
যেভাবে স্পর্শে তুমি মুক্তি দিলে
যন্ত্রণা সকল আমার।

প্রেয়সী তোমার সাথে কাটানো বিশেষ
মুহূর্ত গুলি প্রিয় বড়,
প্রেয়সী এভাবে যেন আমায় তুমি
সর্বদা পূর্ণ ক'রো!

Monday, October 27, 2014

কৃতজ্ঞতা

ভালবাসা ছিল বন্দী হয়ে
মুক্তি দিলে তুমি,
তাই বারবার কৃতজ্ঞতায়
ওষ্ঠ তোমার চুমি!

Friday, August 22, 2014

Long distance

কয়েক পলক দেখব বলে 
বর্ষা বাদল পথে,
ছুট লাগিয়ে ধরলাম বাস 
শুক্রবারের রাতে।

ঠিকানা তোমার অন্য জগত  
বদ্ধ মোদের প্রেম,
স্কাইপ থেকেই দেখব তোমায় 
নিয়ন্ত্রিত ফ্রেম।

দূরত্বের এই অভিসারেই 
সুখী প্রেমিক মন,
স্কাইপ খুলেই ঘুমায় আমার 
সাত রাজার ধন! 

Tuesday, June 10, 2014

সঙ্গীতজ্ঞ মধু সিংহ-র প্রতি আমার শ্রদ্ধার্ঘ

প্রসারিল অর্ক প্রবল কিরণ। 
জলরাশি লইয়াছে নীলাভ বরণ। 
সৈকতে এসো সখী, 
তোলো হে ফোটোটি দেখি, 
ভাগ্য খুলিবে, লহ আমার শরণ!

Thursday, June 5, 2014

সাবধান

গুপ্ত রোগ, গুপ্ত রোগ 
এখনো তুই টিকে?
সাবধান হ', মরবি এবার 
আসছেন লোধ ডি. কে.!

Saturday, April 12, 2014

কেন?

পথ চলা হয়নি
হাত ধরে এখনো।
ভিজে যাওয়া হয়নি
এক সাথে কখনো।
তবু কেন মনে ভাসে
তোর ছবি তখনই,
কবি হতে চাই আমি
চোখ বুজে যখনই?

Friday, March 28, 2014

খর্দা-র গাঁটকাটা

খর্দা-র গাঁটকাটা, ছোড়দা-র পকেটে 
হাত ভরে টাকা নিয়ে চড়ে বসে রকেটে 
টাকা চুরি যাওয়াতে বিব্রত ছোড়দা 
সাতাশি টি পান খান, সাথে দিয়ে জর্দা!

Thursday, March 6, 2014

নড়বড়ে selfie

বাম হাতে ফোন ছিল, ডান হাতে কুলফি
কোনমতে তুলে ফেলি নড়বড়ে selfie!
ছবি দেখে সব,
তোলে কলরব,
"কেন তুই ন্যাড়া হলি, রয়ে গেল জুলফি?"

Saturday, March 1, 2014

উকুনের ভবিষ্যত

ব্রহ্মতালুর বিশেষ কোণে 
এক রত্তি চুল,
উকুন গুলি ভবিষ্যতের 
ভাবনায় মশগুল।

Tuesday, January 21, 2014

কষ্ট করে ওড়া

তোমার জন্য উড়তে পারি জেনো
নাই বা রইলো পক্ষিরাজের ঘোড়া,
প্রতিনিয়ত পুড়ছি হৃদয় জ্বালায়
এর চে' ভালো কষ্ট করেই ওড়া!