Saturday, April 12, 2014

কেন?

পথ চলা হয়নি
হাত ধরে এখনো।
ভিজে যাওয়া হয়নি
এক সাথে কখনো।
তবু কেন মনে ভাসে
তোর ছবি তখনই,
কবি হতে চাই আমি
চোখ বুজে যখনই?