কয়েক পলক দেখব বলে
বর্ষা বাদল পথে,
ছুট লাগিয়ে ধরলাম বাস
শুক্রবারের রাতে।
ঠিকানা তোমার অন্য জগত
বদ্ধ মোদের প্রেম,
স্কাইপ থেকেই দেখব তোমায়
নিয়ন্ত্রিত ফ্রেম।
দূরত্বের এই অভিসারেই
সুখী প্রেমিক মন,
স্কাইপ খুলেই ঘুমায় আমার
সাত রাজার ধন!