Friday, October 29, 2010

কবিতারা সব শুয়ে আছে

কবিতারা সব শুয়ে আছে
ওই সঙ্কোচভরা কবরে..
সুররিয়াল আজ সুর হারিয়ে
চিত্কার করে, "বাবা রে!!"
শীতল দেয়াল, হলুদ বাতি ,
শ্যাওলা মাখা মেঝে
তারই মাঝে বিষাদ বাঁশি
পিন পিন করে বাজে...
সর্ব ঘটের কাঁঠালী কলা
থেঁতলে দিয়েছে কারা,
রক্তে রাঙানো canvas
যেন abstraction -এ ভরা...

Tuesday, October 26, 2010

আমরা ব্রাত্য

আমরা ব্রাত্য..
আমাদের কোনো অধিকার নেই ভালবাসার
আমাদের কোনো অধিকার নেই গান গাওয়ার
আমাদের নেই তোমাদের মত কেতা
আমাদের নেই সঞ্চারী বা সুজাতা
তাই আমরা বাল ছিঁড়ে যায় শুধু
গরম জলে গুলে খায় লেবু-মধু!

Monday, October 25, 2010

লিমেরিক ২

বৈকাল হ্রদ-এ তে নৌকো বিহার
করেছিল ছোট মেসো চার পাঁচ বার
আজ বৈকালে
চুম্কিয়ে মাল-এ
সেই স্মৃতি আওড়ায় মেসো বার বার!

Tuesday, October 19, 2010

লিমেরিক ৩

মিন্টো পার্ক-এ মন্টু মোড়ল মৌমাছি ধরে সখে
মুষড়ে পরা মান্কির দল দাঁত খিচিয়ে দেখে
ফ্যাত ফ্যাত সাই সাই
মদ খেয়ে হয়ে high,
বাউন্ডুলে প্রেমিক পালায় প্রেমিকা কে bar-এ রেখে!

Monday, October 18, 2010

লিমেরিক ৪

জিটিভি তে আইটেম সং নাচতে ছিল রম্ভা
দেখতে গিয়ে রাত-দুপুরে বাম্বু খেল বুম্বা,
নিশ্চিত ঘুম ছেড়ে
বাবা এলেন তেড়ে
ভালগার নাচ দেখার দায়ে পিঠে পড়ল খাম্বা!!

Friday, October 15, 2010

পরাজয়

দাম্ভিক দুর্যোধনের আধ-খাওয়া দধি কর্মায়
দামড়া মাছি বসেছে কিছু...
ভন ভন ভন ভন ভন ভন,
বিনা যুদ্ধে নিঃশেষিত হলো বাটি-ভর্তি খাদ্য!