কবিতারা সব শুয়ে আছে
ওই সঙ্কোচভরা কবরে..
সুররিয়াল আজ সুর হারিয়ে
চিত্কার করে, "বাবা রে!!"
শীতল দেয়াল, হলুদ বাতি ,
শ্যাওলা মাখা মেঝে
তারই মাঝে বিষাদ বাঁশি
পিন পিন করে বাজে...
সর্ব ঘটের কাঁঠালী কলা
থেঁতলে দিয়েছে কারা,
রক্তে রাঙানো canvas
যেন abstraction -এ ভরা...
No comments:
Post a Comment