Saturday, August 3, 2013

কমলিকা

সবুজ পাহাড়ি গালিচায় যেথা মেঘেদের পড়ে চুম্বণ ... নাম না জানা কাজলা মেয়ের শুনেছি নুপুর নিক্কণ! "কে গো তুমি মেয়ে,শীতল পাহাড়ে জাগাও রূপের শিখা?" স্মিত হাসি হেসে জবাব সে দেয়, "আমি-ই তো কমলিকা!"

No comments:

Post a Comment