Monday, December 16, 2013

ভরসা

সূর্য টা কোনোদিন যায় যদি নিভে
ভরসা আমার শুধু তুমি,
তোমার দ্যুতিতে ঠিক মুক্তি পাবে
রোদ্দুর বঞ্চিত ভূমি।

No comments:

Post a Comment