তোমার জন্য কাঁদতে আমি রাজি,
তোমার জন্য ধরবো কঠিন বাজি।
তোমার মুখে হাসির খোঁজে আমি,
সাজব ক্লাউন মুখ রাঙিয়ে আজই
স্পর্ধা
"... বেকার সবই তা ..."
Tuesday, May 19, 2015
Wednesday, December 3, 2014
প্রেয়সী
প্রেয়সী তোমায় নিয়ে লিখছি আবার,
এক খানি কবিতা মধুর।
তোমার চোখের ভাষা শব্দ জোগায়
যেন কোনো উত্স জাদুর!
প্রেয়সী তোমায় আমি কি বলে বোঝাই
কতখানি মূল্য তোমার,
যেভাবে স্পর্শে তুমি মুক্তি দিলে
যন্ত্রণা সকল আমার।
প্রেয়সী তোমার সাথে কাটানো বিশেষ
মুহূর্ত গুলি প্রিয় বড়,
প্রেয়সী এভাবে যেন আমায় তুমি
সর্বদা পূর্ণ ক'রো!
এক খানি কবিতা মধুর।
তোমার চোখের ভাষা শব্দ জোগায়
যেন কোনো উত্স জাদুর!
প্রেয়সী তোমায় আমি কি বলে বোঝাই
কতখানি মূল্য তোমার,
যেভাবে স্পর্শে তুমি মুক্তি দিলে
যন্ত্রণা সকল আমার।
প্রেয়সী তোমার সাথে কাটানো বিশেষ
মুহূর্ত গুলি প্রিয় বড়,
প্রেয়সী এভাবে যেন আমায় তুমি
সর্বদা পূর্ণ ক'রো!
Monday, October 27, 2014
Friday, August 22, 2014
Long distance
কয়েক পলক দেখব বলে
বর্ষা বাদল পথে,
ছুট লাগিয়ে ধরলাম বাস
শুক্রবারের রাতে।
ঠিকানা তোমার অন্য জগত
বদ্ধ মোদের প্রেম,
স্কাইপ থেকেই দেখব তোমায়
নিয়ন্ত্রিত ফ্রেম।
দূরত্বের এই অভিসারেই
সুখী প্রেমিক মন,
স্কাইপ খুলেই ঘুমায় আমার
সাত রাজার ধন!
Tuesday, June 10, 2014
সঙ্গীতজ্ঞ মধু সিংহ-র প্রতি আমার শ্রদ্ধার্ঘ
প্রসারিল অর্ক প্রবল কিরণ।
জলরাশি লইয়াছে নীলাভ বরণ।
সৈকতে এসো সখী,
তোলো হে ফোটোটি দেখি,
ভাগ্য খুলিবে, লহ আমার শরণ!
জলরাশি লইয়াছে নীলাভ বরণ।
সৈকতে এসো সখী,
তোলো হে ফোটোটি দেখি,
ভাগ্য খুলিবে, লহ আমার শরণ!
Thursday, June 5, 2014
Saturday, April 12, 2014
কেন?
পথ চলা হয়নি
হাত ধরে এখনো।
ভিজে যাওয়া হয়নি
এক সাথে কখনো।
তবু কেন মনে ভাসে
তোর ছবি তখনই,
কবি হতে চাই আমি
চোখ বুজে যখনই?
হাত ধরে এখনো।
ভিজে যাওয়া হয়নি
এক সাথে কখনো।
তবু কেন মনে ভাসে
তোর ছবি তখনই,
কবি হতে চাই আমি
চোখ বুজে যখনই?
Friday, March 28, 2014
খর্দা-র গাঁটকাটা
খর্দা-র গাঁটকাটা, ছোড়দা-র পকেটে
হাত ভরে টাকা নিয়ে চড়ে বসে রকেটে
টাকা চুরি যাওয়াতে বিব্রত ছোড়দা
সাতাশি টি পান খান, সাথে দিয়ে জর্দা!
হাত ভরে টাকা নিয়ে চড়ে বসে রকেটে
টাকা চুরি যাওয়াতে বিব্রত ছোড়দা
সাতাশি টি পান খান, সাথে দিয়ে জর্দা!
Thursday, March 6, 2014
নড়বড়ে selfie
বাম হাতে ফোন ছিল, ডান হাতে কুলফি
কোনমতে তুলে ফেলি নড়বড়ে selfie!
ছবি দেখে সব,
তোলে কলরব,
"কেন তুই ন্যাড়া হলি, রয়ে গেল জুলফি?"
কোনমতে তুলে ফেলি নড়বড়ে selfie!
ছবি দেখে সব,
তোলে কলরব,
"কেন তুই ন্যাড়া হলি, রয়ে গেল জুলফি?"
Saturday, March 1, 2014
Subscribe to:
Posts (Atom)