লুকিয়ে থাকা ক্ষুধার কারণে বারে বারে
টিনের বাটি নিয়ে ঘুরেছি দ্বারে দ্বারে।
ধানি ফটকারা গেছে মিইয়ে,
ফাটছে না দুম দাম শব্দে।
রেজালা রেধেছি কসিয়ে আজকে এক ডেকচি
বাড়া ভাত-এ তবু, ছাই দিতে চাই দিনেশ বাগচী।
cognac-এর ফোঁটা,
ভেজালো আমাকে গোটা...
এইবার হবে বাওয়ালি চরমে জ্যাঠা!
No comments:
Post a Comment