মমতা দিদির বাড়ি তে খেয়ে জল-চিনি-মুড়ি ।
বুদ্ধবাবু-র সঙ্গে খেলি বরফ ছোঁড়াছুড়ি ।।
তাই না দেখে মহেন্দ্র সিং বাজায় স্প্যানিশ গীটার ।
গ্রেম স্মিথ এর মাথায় নাচে প্রোদোষ সি. মিট্টার ।।
শাহরুখ খানের গলায় পড়ায় বাল ঠাকরে মালা ।
আনন্দে তে ডিগবাজি খায় সুখেন দাস এর শালা।।
ব্রেকফাস্ট-এ হজম ক'রে ওক্টোপাস এর মজ্জা।
সেক্স-সীন-এ বিপাশা বসুর বেদম পেল লজ্জা।।
অনেক খানি বকলাম ভাট এবার আমি আসি।
আমার হয়ে প্রক্সি দেবে সনাতন পাকড়াশি।।
No comments:
Post a Comment