Friday, June 4, 2010

ট্র্যাজেডি

বসে আছি কফি শপ-এ ক্লান্ত আমি,
সস্তা ঠোঁঠে তে টানি ক্যাপুচ্চিনো দামি।
উড়িয়ে সুবাস যত,
এলে তুমি থতমত,
পাশে বসা ছেলেটিকে দিয়ে গেলে হামি!

2 comments: