Wednesday, June 2, 2010

ঊর্বশী

ঊর্বশী তুমি...খেয়েছ কি গাঁজা?
আজ কেন ফেলছো না স্টেপগুলো সোজা?!
নাকি আজ আমিই হয়েছি মাতাল,
তোমার ছন্দ গুলি দেখি ভুলভাল??

ঊর্বশী কেন তুমি দাও না জবাব??
তোমার সঙ্গে চাই, করতে যে ভাব!

1 comment: