Monday, June 7, 2010

পরাবাস্তবিক

সপ্তম স্বর্গে গিয়েছিলো একটা মোষ...
নেড়ে এসছিলো সিং দিয়ে দধীচির কড়া।
চ্যবণপ্রাশ এর আয়ুর্বেদিক স্বাদ
বন্য করেছে গৃহপালিত পশু কে।

1 comment:

  1. শিং তো এই বানান জানতাম, কবিতাগুলো তো দুরন্ত, শুধু বানানের দিকে একটু খেয়াল রাখলে ভালো

    ReplyDelete