পোঁদপাকা সজারুর কাঁটার খোচায়,
ফুঁটো হল চারু দার ধুতির কাছায়।
ফুঁটো ধুতি পড়ে চারু গেল বালিচক,
সনসনী খবর টা দিল "আজ তক"।
ব্রেকিং নীউজ গেল বৌদির কানে,
চারুদা কে বৌদি ধরল ফোনে।
ফোন করে বৌদি দিল সে কি চাপ!!
চারু দাদা বলে, "কর এই বেলা মাফ।
কথার খেলাপ আমি করবো না মিছে,
নবাব এর জাঙ্গিয়া পরব যে নিচে!!"
No comments:
Post a Comment