Tuesday, June 1, 2010

কেলেঙ্কারি

সুবিনয় মাইতি-র হারিয়েছে মন
তাই সে দৌড়ে গেল ওয়াশিংটন
সেথা হতে ফোন করে বলে, "নাগমামা
মন নিয়ে গেছে মোর লেডি ওবামা!"
আমি বলি চুপচাপ ফিরে আয় ওরে
নয়ত প্রাণ টা তোর যাবে বেঘোরে!!
বিমর্ষ সুবিনয় চলে আসে ফিরে
মনহীন কাটে দিন হাডসন তিরে।

No comments:

Post a Comment