তোমার নিস্তব্ধতার মধ্যে ছিল না কোনো নির্মমতা...
আনাড়ি আবেগ এর চঞ্চলতা বেঁধে রাখতে পারেনি
সুশীল স্রোতস্বিনী কে।
পেরিয়ে গিয়েছে হাফ ডজন বসন্ত
বদলে ফেলেছি নিজেকে আদ্যন্ত।
বদলায়নি এই পবিত্র মন।
হৃদয়ের বাম অলিন্দে পড়ে আছে ফাঁকা জায়গা।
আবার যদি দেখা দাও খেলতে খেলতে
আস্টে পিস্টে পারব তোমায় বেঁধে ফেলতে!!
No comments:
Post a Comment