Tuesday, June 1, 2010

ট্রাই এগেইন

মরিচীকার থেকেও বেশি মায়াবি তুমি...
বারবার ছুতে গিয়ে মুখ থুবড়ে পড়ি।
অশ্বডিম্ব রয়েছে কপালে;
নিস্ফল ফিরি অন্তর্জালে...
কানের পাশ দিয়ে নিষ্ঠুর, উষ্ণ বায়ু
বলে গেল, "ট্রাই এগেইন, নো ডোনাট ফর ইয়ু!!"

No comments:

Post a Comment