Monday, June 14, 2010

উল্ট-পাল্টা

ক্যাঙ্গারুর কামড়ে হল কালাজ্বর
ঠক ঠক করে কাঁপে হিমানীষ ধর!
হরবোলা চাঁচাঁ সুরে হরিনাম গায়
বিস্কুট কামড়িয়ে বিয়েবাড়ি যায়।
সমাদর না পেয়ে সমকামী বুড়ি
চটি বই পড়ে দেয় খুব হামাগুড়ি।
বাংলায় র‌্যাপ গেয়ে শীলেট এর লালু
সঙ্গিতে করল সে নিউ প্রথা চালু।
মারাদোনা খিস্তোয় লায়োনেল মেসি কে
ফুটবল মাঠে তার ভুল হল বেসিক-এ।
এইবেলা ভুল বকা দিতে হবে থামিয়ে
নয়তো হাবিব দেবে চুল খানি কামিয়ে!

3 comments: