Wednesday, June 16, 2010

জাগো

যোগনিদ্রায় শুয়ে শুয়ে ভাবে মহাকালের ওই শিশু
ঘুম ভাঙ্গানো প্রয়োজন খুব ফল যদি চাও আশু।
তোমার আমার কবিতার খাতা পিপড়ে তে নেবে খেয়ে
ছাপ রেখে যেতে চাও যদি তবে যাও তুমি ভাই ধেয়ে!

1 comment:

  1. pipre-r bhoy ei ki khatay na likhe blog e likhchho...? jai hok...
    khata te kalom-er lekha.. moja-tai alada...
    tomar apekhkhay..kichhu pata puro sada...

    ReplyDelete