Tuesday, June 1, 2010

সুমেরু

সুমেরু দেশের বোমারু বিমানে।
শত্রুরা ছোঁড়ে আগুন সমা্নে।।
ঝলসে গিয়েছে বিমানের ডানা।
ক্রুদ্ধ হলেন চিতোরের রা্না।।
রানা কে করতে ঠাণ্ডা সবাই।
একশ মোষ কে করল জবাই।।
তাই শুনে শশী চুল্কে মাথা।
বললে, "কিসব করছ জা তা?!"
"ক্যাটল ক্লাস কে দিচ্ছ বলি...
জানো না কি তারা এনিমাল হোলি??"
তাই শুনে রানা গাঁট্টা মেরে
শশী কে দিল উদুম ঝেড়ে!

No comments:

Post a Comment