Friday, March 4, 2011

চন্দনা

যন্ত্রের কাছে হার মেনে আজ
কাজ হারালো চন্দনা...
যন্ত্র সে না, মানুষ ভীষণ,
তাই বুকে তার যন্ত্রণা !
উত্পাদনে আনতে গতি
চাই না তাকে কাজে...
পেটের দায়ে চন্দনা তাই
হয়েছে মেয়ে বাজে!!

No comments:

Post a Comment