যাকে একদিন বিশ্বাস করে সঁপেছি নিজের আত্মা
দুরমুশ হলো আত্ম-বিশ্বাস..না পেয়ে তার পাত্তা!
নিজেকে বেচতে তৈরি ছিলাম, সাজিয়ে ছিলাম ঘুটি
বিষাক্ত সব দুর্ভাগ্যে বেচাকেনা হলো মাটি!
না বলা সব আবেগ গুলো ফালতু গেছিল ভরে
রক্ত স্রাব এর মতই যেন সব কিছু গেল ঝরে!!
No comments:
Post a Comment