Thursday, September 30, 2010

এখনো জেগে আছি

এখনো জেগে আছি...
ততক্ষণ জাগব যতক্ষণ না জ্বালা করবে চোখ
তারপর ঘুমোবো...
ততক্ষণ ঘুমোবো যতক্ষণ না পাবে হিসু
তারপর জাগবো...
ততক্ষণ জাগব যতক্ষণ না ঘুম পাবে আবার...
তারপর ঘুমোবো...
ততক্ষণ ঘুমোবো যতক্ষণ না দুস্বপ্ন জাগিয়ে দেবে দুম করে!
তারপর জাগবো...আর ঘুমোবো না....
এইভাবেই চলবে...

আলো জ্বেলো

মাঝে মাঝে এসে আলো জ্বেলো...
তোমার আড়াই তলার জানলা তে...
জানিয়ে যেও এখনো আছো টিকে,
জীবন এর এই সংগ্রাম-ময় পথে.
যেদিন হব সফর-সঙ্গী
প্রয়োজন হবে না এই সংকেত!

Sunday, September 26, 2010

তোমাকে চাই

যখন লাগে না একটুও ভালো সুমন-নচির গান
তখনি আমার তোমাকে চাই....
যখন করে না ইচ্ছে খেতে তন্দুরি বা বাটার নান
তখনি আমার তোমাকে চাই....
যখন লাগে রাত্রি গুলো ভীষণ ভীষণ একা
তখনি আমার তোমাকে চাই....
যখন যায়না একটিও ভালো কবিতা বা গান লেখা
তখনি আমার তোমাকে চাই....
যখন ধরে না রথের মেলায় কেউ এসে দু'টি হাত
তখনি আমার তোমাকে চাই...
যখন পারি না প্রাণ খুলে আমি বলতে 'দিল কি বাত'
তখনি আমার তোমাকে চাই....
যখন আমি হেরে গিয়ে কাঁদি, হতাশায় মুখ ঢাকি
তখনি আমার তোমাকে চাই...
যখন আমি জিতে গিয়ে, পা বিজয়-মঞ্চে রাখি
তখনি আমার তোমাকে চাই...

হ্যা...শুধু তোমাকেই চাই....

Thursday, September 23, 2010

লিমেরিক ৫

অষ্টাদশী অষ্টপ্রহর মাসকারা দেয় চোখে,
পাশের বাড়ির দামড়া খোকা চুমুক দিয়ে কোক-এ
মাপছে যে তার রূপ,
রাত্তির নিশ্চুপ,
পূর্বরাগ এর অসীম চাপ-এ সস্তা বিড়ি ফোঁকে!!

লিমেরিক ৬

অড়হর ডাল-এ ফেলে দেব আজ কয়েক ফালি গাজর
তার সাথে নেব ভাজা ভাজা করে বিলিতি পাঁঠার পাঁজর
সঙ্গে রবে ভাত
বাহ বাহ কেয়া বাত!
আজ রাতে আর রাখব না কোনো কাজ কম্ম মেজর!

Wednesday, September 22, 2010

লিমেরিক ৭

মুর্গীর ঝোলে পড়েছে আজকে প্রচুর লঙ্কা গুঁড়ো,
বিশ্বামিত্র চিবিয়ে খেলেন বোয়াল মাছের মুড়ো..
ভোজন-বিলাসী সন্ত,
খাওয়ার নেইকো অন্ত,
হজম করতে শেষ পাতে খান এক মণ দই পুরো!

Thursday, September 16, 2010

তুই

তুই একদম আমার মত....
আমার মতই দুষ্টু তুই,
আমার মতই খেয়ালী...
আমার মতই হাসিস তুই,
বাসিস ভালো হেঁয়ালি ...

তুই একদম মায়ের মত....
মায়ের মতই সাধারণ তুই,
মায়ের মতই বকিস
কথা না শুনলে, মায়ের মতই,
অভিমান করে থাকিস...

তুই যেন ওই ভোরের বাতাস,
সরত্কালের নীলচে আকাশ,
তোর কথা আজ ভেবে ভেবে
কাব্য লিখি একশ-সাতাশ !

অল্টারনেটিং কারেন্ট এর মতই ...

অল্টারনেটিং কারেন্ট এর মতই
ওঠানামা করছিল অর্বাচীন আবেগ...
বুঝি না কি এর সমাধান,
অসংখ্য পেঁয়াজির শ্রাদ্ধ করে...
হয়েছে সাময়িক মুশকিল-আসান.
কিন্তু যখন অম্বল হবে...
কে বোলাবে মাথায় হাত?
তুই না তোর বাপ?

Wednesday, September 15, 2010

লিমেরিক ৮

হাঁটতে হাঁটতে টুপ করে পরে এক চিলতে ঘাম,
কিশোর কাকু উঠলেন গেয়ে, মস্তানি ইয়েহ শাম....
তোমার আমার দেখা
manhattan-এ একা
দুজন মিলে পান করবো দেদার white rum!!

Monday, September 13, 2010

সমান্তরাল ইচ্ছে

অমলকান্তি হতে চেয়েছিল রোদ্দুর...
আর আমি খেতে চেয়েছিলাম শাঁক-আলু,
আমাদের চাওয়া গুলো আলাদা
কিন্তু চাহিদার মাপ একই....
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি,
আর আমি বসে আছি আশায় আশায়....

শেষ কবিতা

যদি বলা হত লিখে যাও আজ শেষের কবিতা খানি...
যদি বলা হত সাদা কাগজে কেটে যাও শেষ দাগ,
লিখতাম শুধু তোমারি নাম....
বাকি কথা যেত হারিয়ে,
তোমাতেই ছিল কবিতার শুরু
তোমাতেই যাবে ফুরিয়ে.

Friday, September 10, 2010

ছেঁড়া প্যান্টুল

ভোরের স্বপ্নে এসে হেসে গেছিলে তুমি
আমার ছেঁড়া প্যান্টুল এর খিল্লি উড়িয়ে....
যদি কথা দাও আসবে আবার...বার বার এমনি করে,
পয়সা খরচ করে আলমারি দেব ছেঁড়া প্যান্ট-এ ভরিয়ে!!

Wednesday, September 8, 2010

অমানুষ

পিয়েজো-ইলেকট্রিক পায়জামায়
ন্যানো-কৃস্টালিন দড়ি,
কেন খুলে দিলি টেনে?
যদি খেলতাম চু কিতকিত...
সকল নিয়ম মেনে,
গাইতে হত না গান, নিয়ে কন্ঠ রোদনভরা
"দিল আইসা কিসী নে মেরা তোরা"

অসহায়তা

জিনেদিন জিদান এর ছোট চুল এর মতই
ছোট আমার আত্ম-বিশ্বাস...
তবুও করি হাঁস ফাঁস,
মধু খাবার লোভ-এ

অর্থগনাল ফ্রিকুএন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং
গড়াগড়ি খাচ্ছে পি. ডি. এফ রাজ্যে,
চরম অবহেলায়!
আর আমি খুজছি ফেসবুক-এ তোমায়.....

ডায়ারিয়া

ধুসর ধনেপাতা চিবিয়ে....
ডায়ারিয়া হয়েছে প্রবল!
বিষ্ঠা হারিয়েছে পূর্ব হাল
হাগা হয়না তাল তাল,
কেবলই তরল আত্মসমর্পণ!
তোমাকে হারিয়ে অশ্রুবিন্দুও....
বয়নি এমন সাবলীলতায়....

Friday, September 3, 2010

মূল্যবৃদ্ধি

মূল্যবৃদ্ধি হেতু....চাউমিন প্লেট-এ কম..
পাড়ার মোড়ে এর দোকান টা আজ কল্লে হতোদ্যম!
দশ টাকা প্রতি প্লেট ছিল যা, হয়েছে আজকে কুড়ি,
বাদবাকি খিদে মেটালাম খেয়ে, আড়াই টাকার মুড়ি !!

কুরকুরে

করবিকুঞ্জে কুরকুরে হাতে রইলাম পথ চেয়ে
এলো না গো সেথা ক্ষিদে নিয়ে পেটে আসমানী পরি ধেয়ে...
তাই খুটে খুটে কুরকুরে আমি খেয়ে নিই সব কটা,
unfiltered calorie-র জেরে হয়ে গেছি আমি মোটা!!

ফুলনের ফুলুরি

ফুলান্দেবি ফুলুরি ভাজেন ফরিদপুর এর মোরে,
মন-মোহিনী গন্ধ সেটার ছুটল যে মাইসোর-এ!
গন্ধ শুকে চন্দন-চোর হলেন ভীষণ ফিদা...
ঠিক করলেন ফুলন হবেন তাহার নাতির দিদা!!

লিমেরিক ৯

করাল্কান্তি কুমুদ-কাননে কিউ কিউ করে কাঁদে
কমল-কলি ফেলেছে যে তাকে আঠালো প্রেমের ফাঁদে !!
চল চল ভাই
সুশি রোল খাই
অন্য লোকের প্রবলেম নিয়ে ভাববো দুদিন বাদে!!