Sunday, September 26, 2010

তোমাকে চাই

যখন লাগে না একটুও ভালো সুমন-নচির গান
তখনি আমার তোমাকে চাই....
যখন করে না ইচ্ছে খেতে তন্দুরি বা বাটার নান
তখনি আমার তোমাকে চাই....
যখন লাগে রাত্রি গুলো ভীষণ ভীষণ একা
তখনি আমার তোমাকে চাই....
যখন যায়না একটিও ভালো কবিতা বা গান লেখা
তখনি আমার তোমাকে চাই....
যখন ধরে না রথের মেলায় কেউ এসে দু'টি হাত
তখনি আমার তোমাকে চাই...
যখন পারি না প্রাণ খুলে আমি বলতে 'দিল কি বাত'
তখনি আমার তোমাকে চাই....
যখন আমি হেরে গিয়ে কাঁদি, হতাশায় মুখ ঢাকি
তখনি আমার তোমাকে চাই...
যখন আমি জিতে গিয়ে, পা বিজয়-মঞ্চে রাখি
তখনি আমার তোমাকে চাই...

হ্যা...শুধু তোমাকেই চাই....

No comments:

Post a Comment