তুই একদম আমার মত....
আমার মতই দুষ্টু তুই,
আমার মতই খেয়ালী...
আমার মতই হাসিস তুই,
বাসিস ভালো হেঁয়ালি ...
তুই একদম মায়ের মত....
মায়ের মতই সাধারণ তুই,
মায়ের মতই বকিস
কথা না শুনলে, মায়ের মতই,
অভিমান করে থাকিস...
তুই যেন ওই ভোরের বাতাস,
সরত্কালের নীলচে আকাশ,
তোর কথা আজ ভেবে ভেবে
কাব্য লিখি একশ-সাতাশ !
takiye achhi,
ReplyDeletetomay pachchhi lekhaay
jatobaar pori, ei lekha gulo arO
firey firey asi
baar baar,
fer poraate chaay